কামনার আম্রকাননে চিরদিন বাসনার ফুলই ফোটে
পাখা মেলে উড়তে চায় অনুভূতির হাজারো রংধনু
মিলিয়ে যেতে চায় দিগন্ত বিস্তৃত আকাশের নীলিমায়
ভালোবাসার হেমলক পানে অপমৃত্যু ঘটে পাষাণ বিবেকের।
তবুও থেমে নেই প্রণয়ের নিরন্তর পথচলা
চুপিসারে মনের লুকানো কথা মনকে বলা
অভিনয়ে অনবদ্য হৃদয়ের মাঝে লুকোচুরি আর ছলাকলা।
এমনিভাবে পেরিয়ে যায় জীবনের পড়ন্ত বিকেল
আবারো জীবনের দ্বারে দ্বারে মহিমান্বিত বসন্তের ফুল ফোটে
ফাগুনের আগুন হাওয়ায় কৃষ্ণচূড়ার রং ওঠে
যৌবনের কাছে জীবন ভিক্ষা চায় দুদন্ড শান্তি।