বেদনা বিধৌত অতীত স্মৃতির পাতা রোমন্থন করে
সাবলীল কর্মময় জীবনের অজস্র ঝক্কি-ঝামেলা সয়ে
আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি
বিরামহীন ক্লান্তিময় জীবনের দ্বারপ্রান্তে।
ধোঁয়াশায় ভরে গেছে আজন্মলালিত স্বপ্নের চাকা
সভ্যতার ডামোডোলে মানসিক যন্ত্রণা তীব্র হয়েছে বহুগুণ
নির্লিপ্ততায় মুখ লুকিয়েছে আশা ভরসার প্রাণ প্রদীপ।
তবুও স্বতন্ত্র জীবনের অতন্দ্র প্রহরী হয়ে
দুঃখ কষ্ট ও যন্ত্রণার অনবরত বারিসম্পাত সয়ে
আমি একাকী পায়ে হেঁটে চলেছি
স্বপ্ন ও সাধনার ঐশ্বর্যমন্ডিত সময়ের দ্বারপ্রান্তে।