তোমারে দেখিয়াছি আমি সন্ধ্যাতারার আকাশে!
এক চিমটি মেঘের ভেলায় রাজবালা তুমি,
বসন্তবিহারে সোনার রত্নপ্রভার আবেশে।
সঙ্গী করো আমায় ও রাজীবলোচন রাজ্ঞী পরী,
সোনার কাঠির যাদু স্পর্শে ভাসাও আজ মেঘ তরী।
স্বরলহরি মূর্ছনায় হৃদয় করো হৃদ্য,
মোদের প্রণয়ে ফুটুক স্বর্গীয় নীল পদ্ম।
হৃদ মাঝারে আমায় রেখে ধরণী করো দীপ্ত,
তোমারি মঞ্জিমায় আজ হৃদয় আমার তৃপ্ত।
ভাসিয়ে তরী মর্ত্যলোকে পার করো তরঙ্গিণী,
স্বর্গসুখের ঐ পাড়ে ভালোবাসার নিলয় গড়ে,
দেহশ্রীর মায়ায় রইব পড়ে ওহে হেমাঙ্গিনি।
চন্দ্রানন দেখে দেখে চন্দ্রালোকের অনিমেষে,
চিত্ত বদল হোক আজ চোখেচোখে চোখ রেখে।