যদি সঙ্গী হও,
তোমায় নিয়ে সাকাহাফং যাবো।
বিসারিত সবুজে আচ্ছাদিত মহীন্দ্রের শিখরে ছোট্ট সুখের নীড় বাঁধব।
রোজ বিকালে গাঢ় লাল শাড়ি পরে তুমি ঘন সবুজ নিসর্গে চরণ এলিয়ে বসবে,
লাল রেশমি চুড়ি পড়া তোমার হাতে হাত রেখে গোধূলির রঙে তখন রাঙাব তোমায়।
নৈশ অবধি গগণ পানে চেয়ে তারাদের ছোটাছুটি দেখে দেখে ভালোবাসার গল্প শুনাব।
তারায় তারায় চাঁদের আলোয় তোমার আমার ভালোবাসার গল্প বুনব।


যদি সঙ্গী হও,
তোমায় নিয়ে নিকলি যাবো।
ছোট তরীর মাঝি হয়ে বিস্তৃত জলরাশির মধ্যখানে পুরো বিকাল তোমায় নিয়ে ভেসে বেড়াবো।
নীল আকাশের ঢাকনার মাঝে নীলাম্বরী তুমি দক্ষিণাবহে উন্মুক্ত চুল উড়াবে,
আমি প্রেমতরঙ্গে নির্বাক, পলকহীন, বিমুগ্ধ নয়নে না হয় প্রেমাতাল হয়ে রইব।
সহসা কাদম্বিনীর বেখেয়ালি দু'ফোঁটা বর্ষণে বৃষ্টিস্নাত কেশের মায়ায় হারিয়ে যাবো।
প্রতিটি বৃষ্টিকণার কোমল স্পর্শে দুজনে মিষ্টি মধুর কবিতা লিখবো।


যদি সঙ্গী হও,
তোমায় নিয়ে নীলগিরি যাবো।
পাথরের বেঞ্চে বসে শুভ্র মেঘমালার নিরন্তর বিচরণের শোভা তোমায় পুলকিত করবে।
তুমি কোমল হাতে মেঘডম্বর ছুঁয়ে ছুঁয়ে স্বর্গসুখের তৃপ্তি বিলিয়ে দিও।
আমি হৃদয়িক, প্রকৃতির রূপ মাঝে তোমায় রেখে
একদৃষ্টে দূর দিগন্তের পানে চেয়ে রইব।
মেঘে মেঘে হৃদিপদ্ম দিয়ে লিখে রাখব আমাদের প্রেমের মহাকাব্য।