তুমিই জানো আমার মনের
প্রতিটি ক্ষণে ছুটে চলার গন্তব্য স্থল,
কোন নীলিমায় আমার দূরন্ত
ছুটে চলা মনের বসবাস..?
কি আশচর্য বিষয়...!
রাজ্যের সুখ আর প্রশান্তির মাঝেও
তোমার অন্তরে লম্বা দীর্ঘশ্বাস...!
‘আমার কষ্ট হয় এভাবে যোগাযোগ বিহীন থাকতে’    
আমাদের চারপাশটা কত সুন্দর কত মনোমুগ্ধকর,
অথচ কি আজব ব্যপার তুমি ছাড়া সবই ফিঁকে
যেন ধূসর সাহারা মরুভূমি।
সহকর্মীদের অনুরোধের ঢেঁকি গিলতে গিয়ে
যেতে হয়েছিল বিলাস বাড়ি রিসোর্টে,
সবই ছিল ছবির মত সুন্দর গুছানো পরিপাটি
প্রকৃতি আর সহকর্মীদের সান্নিধ্য আমাকে উদ্বেলিত করেছিল।
কারণ আমার সকল আনন্দের উৎসে ছিলে তুমি
বেরসিক মার্ক জাকারবার্গ
আমার ভালোলাগার অনুভূতি প্রকাশের সুযোগটুকু কেড়ে নিয়েছিল।
আমার অনুভূতি প্রকাশের সুযোগ ছিলনা ঠিকই
কিন্তু উপলব্ধি করেছি প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে,
সেটা টের পেয়েছে আমার হাতে থাকা মোবাইল ফোনটি
কত শতবার অন করেছি
তোমার কল কিংবা টেক্সট ম্যাসেজের আশায়।
সূর্যের ঝলমলে আলোতে তুমি
ভোর আধারেও তুমি,
সকালে নাস্তার টেবিলেও তুমি
ভর দুপুরে ও তুমি, সুইমিংপুলে ও তুমি।
প্রতিটি ভালোলাগা মন্দ লাগাতেও তুমি
এমন কি যখন নামাজ শেষে দোয়ায় বসে
দু’ফোটা চোখের পানি গড়িয়ে পড়ছিল
ঠিক ঐ মূহুর্তটাতে ও ছিলে তুমি।
বড় দাম দিয়ে কেনা এই আমার ‘তুমি’ কে
পৃথিবীর যে ব্যাংকেই রক্ষিত থাকুক না কেন
আমার তুমি এফডিআর কিংবা সেভিংস আকারে,
আমি সেখানেই জমাবো আমার সমস্ত ভালোলাগা ও ভালোবাসা
তুলে নেব প্রয়োজনে চেক কিংবা এটিএম মেশিনে।
তাইতো আমি আমৃত্যু রাখবো জড়িয়ে  
তোমায় আমার ভালোবাসার মায়া জালে।