তোমামার পথচলা কভু থেমে গেলে হৃদয়ের ছিপিখানা খুলে দিও
কতটা ভালোবাসা জমিয়েছি আমি অবাক চোখে তুমি তা দেখে নিও,
অভিমান না পাওয়ার যন্ত্রণা আর কষ্টের দাবানলে হৃদয় পুড়ছে তোমামার
বাস্তবতা ও জীবনের বেড়াজালে থেকে গেল হিসেব না মেলার হাহাকার।


এভাবেই যাচ্ছে কেটে আমাদের সময় জীবনের আঁকাবাকা পথ বেয়ে
আশায় আশায় বুক বেঁধে রাখি কখন মিলন হবে স্বপ্নের সিঁড়ি বেয়ে,
ছুটছি মায়ার বাঁধনে, স্বপ্ন, মোহ নাকি আলেয়ার আলোর পিছনে
নাকি অধরাই রবে আফ্রোদিতিকে পাওয়ার বাসনা হৃদয় গহীনে।


হাঁটি হাঁটি পা পা করে সময় যে যাচ্ছে চলে তোমার অপেক্ষায়
আজ নয় কাল দেখা হবে ভেবে ভেবেই কাটে সময় ভীষণ যন্ত্রণায়,
দেখে নিও তুমি একদিন ঠিকই পৌঁছে যাব আপন ঠিকানায়
আদর সোহাগে মুড়িয়ে রাখবো তোমায় আমার হৃদয়ের মনিকোঠায়।