অভিমান কিংবা রাগ করে যেদিন নেমে গেলে গাড়ি থেকে নীরবে, নিভৃতে চাপা কান্নায়
আমি ছিলাম তখন প্রায় বাকশক্তিহীন কষ্টের যন্ত্রণায়,
পুড়ছিল আমার দেহমন জলন্ত আগ্নেয়গিরির উত্তপ্ত লাভায়।
দাবানলের ভস্মীভূত ছাই হয়ে আমার ইচ্ছেগুলো উড়ছিল গগনে
মস্তিষ্কের স্নায়ুকোষ গুলো প্রকম্পিত হচ্ছিল তীব্র আর্তনাদে,
নায়াগ্রার জলপ্রপাতের ঝর্ণাধারা ঝরছিল আমার দুচোখে
নিয়ন্ত্রণহীন অভিমানে নিজেকে নিঃশেষের অভিলাষ আমার চোখেমুখে।
আবেগের কাছে নিয়ত তুমি আমি অকাতরে অসহায়
নরম কাঁদা মাটির মত হৃদয় যদি একবার পুড়ে ইট হয়ে যায়,
যতই পানি ঢালি না কেন তা আর গলে না বরং শক্ত হয়ে যায়
আবেগের কাছে বিবেক আবার বিবেক জাগ্রত হলে আবেগ লোপ পায়।
রাগ, অভিমান সবকিছু ভুলে প্রিয়তম'র শূন্যতায় যদি তোমার মন আনচান করে
চলে এসো স্মৃতিময় তিতাস নদীর তীরে মেরুণ রংয়ের শাড়ি দু' হাতে রেশমি চুড়ি পরে,
আমি থাকবো তোমারই অপেক্ষায় লাল রংয়ের পাঞ্জাবি পরে
তুমি কাছে টেনে নিও টুম্পা আদর সোহাগে আমায় আপন করে।