হাড় কাপানো মাঘের বিদায়ের সাথে সাথেই
প্রকৃতিতে ফাগুণের আগমন,
ফাগুণের ছোঁয়াতে প্রকৃতির সাথে সাথে
মানুষের মনও বদলে যেতে থাকে।


বাসন্তি রংয়ের শাড়ি পরা অপ্সরাদের
বসন্ত বরণের বন্দনায় আমারও
যে গাইতে ইচ্ছে করে “এসো হে বসন্ত এসো হে”
রাঙ্গিয়ে দিয়ে যাও
তোমার সবটুকু রং ছড়িয়ে আমার পুরো হৃদয়টাকে।


পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার লাল টুকটুকে রঙ দিয়ে
হৃদয়টাকে সাজাতে চায় নিজের মত করে,
যেখানে থাকবে না অতীতের না পাওয়ার স্মৃতিচিহ্ন
থাকবে না কোনো দুঃখ, কষ্ট কিংবা অভিমান।


বসন্তের আগমনে প্রকৃতির মত
প্রাণোচ্ছল হয়ে উঠেছে আমার হৃৎপিন্ডের
প্রতিটি প্রকোষ্ট, ধমনী, শীরা, উপশিরা গুলো
অর্জুনের পাতার মত তাজা হয়ে ওঠেছে।
তাইতো তারাও চুপিচুপি আমার কানেকানে বলে যাচ্ছে
“পলাশ ফুটেছে শিমুল ফুটেছে
ফুটেছে নতুন বসন্তের ফুল”।


বিদায় হে অতীত...
আজ থেকে আর অতীত নিয়ে কখনো লিখব না
লিখব না আর ভবিষ্যৎ নিয়েও
আমি তৃপ্ত, অভিভূত, মুগ্ধ, পুলকিত, আনন্দিত,
বিমোহিত, বিস্মিত, স্নিগ্ধ, শান্ত, প্রাণোবন্ত
আমার বর্তমান নিয়ে, আমার “আমি” কে নিয়ে।