প্রিয়তমা মনে কি পরে সেই প্রথম চোখাচোখির কথা
হৃদয়ে ঝড় তুলেছিল তোমার চোখের অলৌকিকতা,
ভালোবাসার পরীরা সুরে সুরে গাচ্ছিল আমাদের বিজয়গাঁথা
মনে কি পরে আমার নির্বিকার চোখের নিস্তব্ধ নিরবতা।
লজ্জা রাঙা চোখে ক্লিওপেট্রার সামনাসামনি বসে থাকা
তোমার চোখেই লুকিয়েছিল যেন শতজনমের ভালোবাসা,
কতটা ভালোবাসলে অকুতোভয় সৈনিকের মত বুক পাতা যায়
কতটা ভালোবাসলে নিজের স্বপ্নজালে নিজেই জড়িয়ে যায়।
দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে রাতের শেষে আলোর দেখা পায়
সৃষ্টিকর্তার কাছে প্রর্থনা আমাদের ইচ্ছেরা যেন পূর্ণতা পায়,
বাস্তবতার গোলকধাঁধার কারাগারে হয়েছি আজন্ম কয়েদি
সবকিছু জেনেও তোমার কাঁধে রেখেছি আমার হাত।
তোমার নয়নে আমি রেখেছি আঁখি ওহে ক্ষণজন্মা প্রেয়সী
তাইতো আমি সবচাইতে তোমাকেই বেশি ভালোবাসি,
তোমার চোখের চাহনিতে আমি যেন নেশাগ্রস্থ মাতাল
মায়াবী চোখে রেখে চোখ স্বপ্ন দেখব আমি অনন্তকাল।