বছর চারেক আগে সুদূর সাহারা মরুভূমির মরুপ্রান্তরে
কাজের ফাঁকে কোনো এক অলস দুপুরে,  
আটকে গিয়েছিল চোখ আফ্রোদিতির প্রোফাইল পিকচারে  
ইতস্তত তর্জণী চেপে দিয়েছিল মাউসের লেফট বাটনে।

সূর্যোদয়ের মত ডিজিটাল টেলিলাভের পথচলা শুরু
জ্বলে উঠেছিল হৃদয়ের সমস্ত সবুজ প্রকোষ্ট গুলো,
চিঠি লেখালেখি শেষ হয়েছে প্রায় এক যুগ আগে
ভালোবাসা এখন ফেইসবুক, মেসেঞ্জার কিংবা মুঠোফোনে।


গোলাপী খামে নীল রংয়ের চিঠি মাঝখানে গোলাপের পাপড়ি
নেই সেই পুরনো অকৃত্তিম ভালোবাসার বহিঃপ্রকাশ,
দৃষ্টি শুধু ইমু, হোয়টসঅ্যাপ কিংবা ভাইবারে ফেলেসব কাজকাম
ডিজিটাল যুগে ভার্চুয়াল ভালোবাসায় হচ্ছে না কেউ সফলকাম।


আসলে ডিজিটাল ভালোবাসা কি শুধুই মরীচিকা ?
মুখে মুখে ভালোবাসা ভিতরে ভিতরে শুধুই ফাঁকা,
সাত্যিকারের ভালোবাসা নাহি আসে চাকচিক্য দেখে
অনুভবে এসে যায় অনুভূতির রংটি মেখে।


ভালোবাসার মুঠোফোনে তুমি ডুয়েল সিম
একটিতে আবেগ আর অন্যটাতে বিশ্বাস
ভরপুর নেটওয়ার্কে টু-জি থেকে থ্রি-জি তারপর ফোর-জি
এরই মাঝে জিতে নিতে হবে সত্যিকারের ভালোবাসার বাজি।