সমুদ্রের নীল দিগন্তে যখন দুচোখ মেলে আমি তাকাই
তখন আমি তোমারই মুখ স্পষ্ট দেখতে পাই,
হাজারো সমুদ্র বিলাসীর ভিড়ে যখন আমি তাকাই
তখনও তোমার মায়াবী লাবণ্যময় রুপটাকেই দেখতে পাই।
আয়েশি ভঙ্গিতে ছাতার নিচে সাগর পারে যখন লিখতে বসি
তখনও হৃদয়ের ক্যানভাসে ভেসে উঠে তোমারই মুখচ্ছবি।
দিনশেষে ক্লান্ত, অবসন্ন শরীরে যখন ঘুমাতে যাই
দূর থেকেও অনুভবে তোমার স্নিগ্ধ শান্তির পরশ পাই,
ঘুমের রাজ্যে হারিয়ে গিয়ে যখন সুন্দর স্বপ্ন দেখতে পাই
৯২’র হাজারো ষোড়শীর ভিড়েও স্বপ্নের নায়িকা হিসেবে তোমাকেই পাই।
ভয়, ডর কিংবা নিঃসঙ্গতায় যখন আমি চুপসে যাই
তখনও কল্পনার মায়াবতী রুপে তোমাকেই কাছে পাই,
পথচলায় আসুক যতই বাধা আমি দেইনা কোন পাত্তা
তুমি শুধুই তুমি যে আমার ছন্নছড়া জীবনের তিনসত্তা।