হঠাৎ করেই তোমাকে লাগছে অনেক অচেনা!
কি যে হল আমার কেউ তা জানেনা?
বসছে না মন আমার আজ কোনো কাজে
হৃদয়জুড়ে তাইতো আজ বিরহের সুর বাজে।
লিখতে গেলে হয়না আগের মত লেখা
চলতে গেলে স্থবির হয়ে আসে পথচলা,
হয়নি পাওয়া কি যে ভাবি বসে হাজার পাওয়ার মাঝে
আশেপাশের সবার সাথে যতই থাকি না কেন কাজে।
তুমি বিহনে হৃদয়টা আজ ফাঁকা ফাঁকা লাগে
মনে হয় কত যুগ কথা হয়না মোবাইলে,
হঠাৎ হঠাৎ তোমায় ভেবে ভাসি আঁখি জলে
তুমি ছাড়া বাঁচা দায় এই সুন্দর ধরনী তলে।
জোয়ার ভাটার টানে পরে বাইছি জীবন তরী
কোনো কিছু না ভেবেই যে তোমার প্রেমে পড়ি,
ভালোই ছিলাম তোমায় নিয়ে হাসি কান্না আর পাগলামি
তুমিই আবার বইয়ে দিলে হৃদয়জুড়ে বিরহের সোনামি।