সাথে নিয়ে শঙ্কা ডর আর ভয় আমাদের দু’জনার যাত্রা শুরু হয়
ইচ্ছে শক্তির জোরেই সেদিন ভয়কে করেছিলাম জয়
আারেকটু দেরি হলেই দু’জন দু’দিকে রয়
ভাগ্য সুুপ্রসন্ন বলেই একসাথে যাত্রা শুরু হয়।
গল্প আর প্রতিশ্রুতিতেই আমরা ব্যস্ত রয়
বুঝতেও পারিনি সময় কিভাবে শেষ হয়,
আনন্দের রেশ না কাটতেই বৃষ্টি বড় বাঁধা হয়
তাইতো বৃষ্টি মাথাই নিয়েই গন্তব্যে পৌঁছাতে হয়।
আনন্দ নিয়ে বাড়ি ফেরা হয়েছিল যেন এক মহাবিড়ম্বনা
সিএসজি অটোরিক্সা, প্রাইভেট কার, বাস কিংবা ট্রেনে
স্বস্তি বা আনন্দ নেই কোনোখানে
আমরা যাচ্ছিলাম শুধুই ভালোবাসার টানে।
অবশেষে দিনশেষে ঢাকা ফেরার পালা
গাড়িতে বসে ভালোলাগা মন করে উতলা,
উত্তাল ভালোবাসা হৃদয়ে দেয় দোলা
হঠাৎই সিসি ক্যামেরা হৃদয়ে ধরায় জ্বালা।
আচমকা খেয়ে উত্তেজিত জনতার তাড়া
বাস ড্রাইভার আর যাত্রীরা ভয়ে পাগলপড়া,
কি করব বুঝতে না পেরে হয়ে যায় দিশেহারা
নিজেকে সামলে নিয়ে পুনরায় ঢাকা ফেরা
নতুন করে আবার হানিফে দিলাম ভাড়া।
ভালোই লাগছিল বাসে অন্ধকারে কথা বলা
যানজটে স্থবির হয়ে যায় আমাদের পথচলা।
আটকে পরে ভুলতা গাউছিয়ার মোড়
ভাবছি কাঁচপুর আর কতদূর....?
নিরানন্দ তুমি আনন্দকে করেছ চুর
সবকিছু ছাপিয়েও ছিল মনে ভালোবাসার জোর।
বিশ্বাস আর শ্রদ্ধাবোধ নিয়ে যায় বহুদূর
নিরানন্দের মাঝেও অপেক্ষা মোদের নতুন যাত্রা শুরুর।