চোখমেলে যেদিকে তাকাই সেদিকেই দেখি তোমারই মুখচ্ছবি
নিশির নিস্তব্ধতায় আলো আঁধারের সাথে লুকোচুরি,
অমানিশায় হাতরায় আমার দু’নয়ন  
কোনো এক নতুন নয়নের খুঁজে।


প্রিয়তমা, তোমার ভালোবাসার নীল আকাশের নীলিমায়
আমার স্বপ্নগুলো যখনই উড়াতে চেয়েছি ঘুড়ির মত করে,
ঠিক তখনই তুমি অভিমান করে ফিরিয়ে দিয়েছ নোনা জলে
বিপন্ন এই মন আজ হয়েছে চঞ্চল পুড়ে পুড়ে কষ্টের অনলে।  


পূর্ণীমার চাঁদের আলোর মত ঝলমলে তোমার দু’নয়ন
বনলতা সেনের মত একজোড়া কালো চোখ সারাক্ষণ,
যাকে খুঁজে বেড়ায় অপেক্ষার প্রহর গুনে গুনে
পালানোর সাধ্য কি আছে আমার তার কাছে থেকে.....?