এক নিমিষেই হারিয়ে গেলে ভাসিয়ে হর্ষ বিষাদে
খুঁজছি তোমায় আজও আমি নিয়ন আলোতে,
সবুজ আলোয় চলছি ছুটে এই শহরের অলিগলিতে
থামছি আমি সবার সাথে লাল বাতির সংকেতে।


কাটত সময় আদর সোহাগ তোমার অনুশাসনে
দুঃখ গুলো ভাসিয়ে দিলাম আমার সুখের সাগরে,
জানি আসবে না কভু আর ফিরে মায়াবী এই ভুবনে
স্মৃতি গুলো আজও ঝলমল নিস্প্রাণ এই হৃদয়ে।


স্বপ্ন ভরা দু’চোখ বিভোর তোমায় যে পাব খুঁজে
নিয়ে আশা আর বিশ্বাস আমার এ হৃদয়ে,
হয়তো তোমার দু’চোখ পরবে না আর আমার চোখে
নিশ্চয়ই খুঁজে পাব তোমায় দূর নক্ষত্র মাঝে!