দিয়ে রণে ভঙ্গ একদিন আমি হবো নিঃসঙ্গ
তবুও নিঃশেষ হতে দিব না ভালোবাসার স্বপ্ন,
তোমার কাছ থেকে পালিয়ে যাবো নিঃশব্দে
না, না একদমই টের পাবে না তুমি!
ফিরে যাব আবার সেই আমার আমিতে
যেখানে ছিল না কোনো ভালোলাগা
ভালোবাসা কিংবা ঘর থেকেও যাযাবরের খেলা।
কতটা বদলে গেছি তা নিজেও জানিনা আমি
এত অল্পতেই এখন আমি কতটা অভিমানী,
ইচ্ছে করেই পালাব আমাজান কিংবা আফ্রিকার গহীন জঙ্গলে
পাবে না খুঁজে যতই সার্চ করোনা কেন মোবাইল কিংবা গুগলে।
হৃদয় এখন হরেক রকমের কষ্টের অভয়ারণ্য
ভেবেছিলাম ভালোবেসে আমি হব ধন্য,
যে ভালোবাসায় আনন্দের চাইতে দুঃখতেই পরিপূর্ণ
কি লাভ বাঁচিয়ে রেখে তাসের ঘরের ঠুনকো সম্পর্ক।
সবশেষে আমি বরং একাকিত্বই বেছে নিব
ইচ্ছে করেই আমি তোমার পর হবো,
প্রাপ্তি ও আনন্দ গুলো থাকুক শুধুই তোমার হয়ে
অপ্রাপ্তি আর কষ্ট গুলো থাকুক না হয় আমার হয়ে।
শেষ ইচ্ছেটা পূর্ণ করার মিনতি তোমার কাছে
সুকেসের সেই কর্ণারটা রেখো যতন করে,
কথা দিচ্ছি আর কখনো কষ্ট দিব না অভিমান করে
দঃখ যত দিয়েছি তা মুছে দিব আমি চিরতরে।