পরিপূর্ণভাবে তোমাকে কাছে পাওয়ার আছি যে অপেক্ষায়
চলছি না হয় দু’জনে সমান্তরালে পা দিয়ে দু-নৌকায়,
না পাওয়ার কষ্ট ও যন্ত্রনায় থাকি সারাক্ষণ গোমড়া মুখে
খুব শিঘ্রই লংমার্চ করব আমি তোমার বাড়ির অভিমুখে।


আমি বারবার, হাজারবার ছুটে আসব তোমারই আঙ্গিনায়
ফিরে ফিরে আসব আমি তোমাতেই তোমারই মহামায়ায়,
কখনো হারাতে দিব না আমার আফ্রোদিতিকে দূর অজানায়
অক্টোপাসের মত ঝাপটে আছে হৃদয় তোমারই মমতায়।


দূর থেকেও আঁকড়ে রেখো আমার বিশ্বাসী হাতটি ধরে
কষ্ট ও অভিমানের ভার দিতে পার আমার অবিচল কাঁধের পরে,
তোমার ছায়া, মায়া ও ভালোবাসা পুষি আমার অন্তরে
সবকিছু হৃদয়ে ধারণ করে বিনিদ্র রাত কাটাই নিকস অন্ধকারে।