একটু একটু করে তুমি আমায় বুঝিয়েছ কঠিন বাস্তবতা
তুমিহীন মস্তিষ্ক আজ পালন করছে পিন পতন নিরবতা,
হয়তো আগের মত আর তোমার হৃদয়ে দাঁগ কাটে না আমার সরলতা
উচ্ছল হয়ে আবার ফিরে আস তুমি ভেঙ্গে এই মৌনতা।


অবচেতন মনে তুমি ঘুরে ফিরে আস রাত দিন বেলা অবেলায়
স্মৃতিপটে ভেসে আসে তোমারই মায়াবী মুখ হৃদয়ের আয়নায়,
তোমাকে ভুলে থাকা অনেক কঠিন জীবনের এই পরিক্রমায়
অতীতের সব স্মৃতিগুলো সারাক্ষণ ডানা ঝাপটায় মনের কল্পনায়।


বিরহের দাবানলে পুড়ে পুড়ে হৃদয় আজ হয়েছে কাতর
জানি তুমিও বাস্তবতার বেড়াজালে রুপান্তরিত কঠিন শীলা পাথর,
পৃথিবীর সব মায়া ত্যাগ করে যখন এই দেহ হবে নিস্তব্ধ নিথর
খুঁজে পাবে তখন তুমি এই অভিমানীর অস্তিত্ব তোমার হৃদয়ের ভিতর।