আদর, সোহাগ, স্নেহ, মায়া ও মমতা দিয়ে
মা সন্তানকে গড়ে তুলে তিলে তিলে,
প্রিয় সন্তানের কোনো অসুখ হলে
মা জননী দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়ে।
মুখে মুখে বাবা যতই আদর করে
অল্প সময় পরে বাবা ঠিকই ঘুমিয়ে পড়ে,
অসুস্থ্য সন্তানের শিয়রে বসে বসে
মা জননী বিনিদ্র রাত্রি যাপন করে।
সন্তানের অসুস্থতায় ক্ষুধা ক্লান্তি ভুলে
নিজে না খেয়ে মা সন্তানের মুখে খাবার দেন তুলে,
প্রিয় সন্তানের মুখের দিকে চেয়ে
মা নিজের কষ্টকে রাখেন আড়াল করে।
চোখে ফেলে কালো শিরার অসুখ
মা দেখতে চাই সন্তানের হাসি মুখ,
মা মাগো তুমিই আমার আলোর দিশারী
আমৃত্যু আমি তোমাকেই যেন বেশি ভালোবাসি।