রাতের নির্জনতায় আমরা আছি দূরের গহীন অরণ্যে
ভয়ঙ্করসব নাম না জানা বণ্যপ্রাণীর কলরবে,
ক্ষণে ক্ষণে ঘুম ভাঙে অজানা এক ভয়ে
তবুও রাত জেগে উপভোগ করছি ঘুমচোখে।


হন হন করে ছুটছে আনন্দতরী নিয়ে আমাদেরকে
বেকুল হয়ে আছে মনপ্রাণ প্রকৃতির সৌন্দর্য দর্শনে,
যাচ্ছি আমরা উত্তর থেকে দক্ষিণে নদীর দুকূল ছাপিয়ে
গাছগাছালি আর পশুপাখি করছে বরণ স্বাগত জানিয়ে।


সকালের মিষ্টি রোদে আড়মোড়া দিয়ে ঘুম ভাঙলে
চোখমেলে দেখি বানরের দাপাদাপি গাছের মগডালে,
প্রকৃতির সাত রংয়ের ছোঁয়া যেন হৃদয়ে দোলা লাগে
রুটি, জেলী, মাখন, সিদ্ধ ডিম আর কলায় নাস্তা রেডি আটটা বেজে গেলে।


গোধূলির বিমর্ষ আলো আঁধারের সন্ধিক্ষণে
মায়াবী সুরেলা কণ্ঠে বলে আমার কাণে কাণে,
শুনছো ওগো আবার যখন তুমি সুন্দরবন ভ্রমনে যাবে
বল নেবে কি আমায়..? বল নেবে মোরে তোমাদের সাথে।