ভালোবাসার প্রিয় গাড়িটি আজ হয়েছে আমাদের ঘর
তাইতো আমরা দু’জন ঘর থেকেও হয়েছি যাযাবর,
ভালোবাসার আজন্ম কয়েদিকে করোনা কখনো পর
তুমি-আমি মিলে গাড়িতেই বাঁধবো সুখের বাসর।


অভিমান কিংবা ভুলে ভালোবাসার রং যেন না হয় ধূসর
আসুক যতই ফণী আইলা কিংবা ঘূর্ণিঝড় সিডর,
চলছি দু’জনে একসাথে ভালোবাসার প্রিয় প্রিমিওর উপর
যদি কেউ রাজি না হয় তোমার হাত ধরেই হব দেশান্তর।


১৪ ফেব্রয়ারি, ১লা বৈশাখ, ২৫ জুলাই কাটে গাড়ির ভিতর
তেমামার শীতের সকাল, তপ্ত দুপুর কিংবা রাতের আঁধার,
তোমার স্পর্শে আবেগঘন মুহূর্তে মিলেমিশে হয় একাকার
এভাবেই রেখো আমায় পেঁচিয়ে ভালোবাসার কাঁটাতার।