প্রিয় ’৯২ ব্যাচের স্কুল বন্ধুরা আমার আজও আছিস সবাই আগের মতই
কাছে এসে বল, চল দূর্বাজ মামুর আলু ভাজা আর রতন ভাইয়ের আইসক্রিম খাই,
চল স্কুল পালিয়ে হারিয়ে যায় দূর অজানায় আর খিদের জ্বালায় চা দিয়ে পাউরুটি খাই
দপ্তরি সালাম ভাইয়ের আদুরে হাসি এখনো স্মৃতিতে বয়ে বেড়ায়।
টিফিন নিয়ে নূরু ভাইয়ের প্রতিবাদী কণ্ঠস্বর আজও স্পষ্ট শুনতে পাই
প্রিয় নূরুল হুদা স্যারের বলিষ্ঠ কন্ঠে ‘ইউ বয়’ আজও হৃদয়ে কাপন ধরাই।
‘অন্নদা’ তোমাকে হৃদয়ে ধারণ করে ভালোলাগাগুলো জমে আছে হৃদয়ের গহীনে,
শরীরের প্রতিটি অংগ প্রতঙ্গ মৌমাছি হয়ে উড়ে চলে যায় সুদূর ‘অন্নদা’ স্কুল প্রাঙ্গনে।
রাত দিন মধু সংগ্রহ করে জমা রাখে বুকের বামপাশে অবস্থিত হৃদয়চাকে
মনের গভীর থেকে গভীরে মস্তিষ্কের ভাবনার স্নায়ুকোষ যেখানে,
আমাকে কবি বানিয়েই ছাড়লো প্রিয় ‘অন্নদা’ তোমার প্রেমে।
প্রিয় ক্যাম্পাস, বন্ধুদের হাসিমাখা মুখ, অগ্রজদের ভালোবাসা ছিল কত যে মিষ্টি
প্রিয় ‘অন্নদা’ তোমার বেহিসেবি ভালোবাসা ফিরিয়ে দিয়েছে আমাদের সবার দৃষ্টি,
তাইতো অগ্রজ, সহপাঠী ও প্রিয় অনুজদের ভালোবাসায় হয়েছে ‘আবেশের’ সৃষ্টি।


(আমার প্রিয় স্কুল ‘অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়’ ব্রাহ্মণবাড়ীয়া জেলাকে নিয়ে লেখা)