আমি গুণ গুণ করে ফাগুন হাওয়ার গান গাই
আমি গানের সুরে সুরে তোমার হাতটা ধরতে চাই,
তোমার মত করে আমিও বার বার, হাজার বার চাই
আমার তুমিকে চিরদিন এই মনের ক্যানভাসে খুঁজে পেতে চাই।


আমি তোমাতেই দেখি স্বপ্ন, তোমাতেই বাঁধি সুর
তোমারই স্বপ্ন দেখানো পথে হেঁটে যেত চাই বহু দূর,
তুমি আমার প্রেরণার উৎস তুমিই আমার সুখ
আমি শয়নে স্বপনে দেখি তোমারই মুখ।


আমি তোমাতেই মুগ্ধ থাকি
আমি ভোর আধারেও তোমায় দেখি,  
তুমি আমার কবিতা, আমি তোমাকেই ভালোবাসি
আমি তোমার কবি, আমি তোমাতেই হাসি।


আমি তোমারই জন্য রাত্রি জেগে রই
আমি তোমাতেই মাতি আনন্দ উল্লাসে,
তুমি আমার মনের মানুষ তুমিই আনন্দ বেদনা
আমি যুগ যুগ ধরে দেখি তোমারই মুখ।


আমি তোমায় ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি
আমি তোমারই হাত ধরে রাত্রি শেষে দিনের শুরুটা করি,
আমি তোমারই বেহিসেবি ভালোবাসা
বরণ করেছি ওগো বিনম্র শ্রদ্ধা ভরি।


তুমি আমি আর ভালোবাসা
মিলেমিশে একাকার হয়ে বইছে পদ্মা, মেঘনা, যমুনা,
তুমি আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক
আমি যনম যনম ধরে দেখি তোমারই মুখ।