স্বপ্নকে নিয়ে যাব আমি বহুদূর
তুমি সেটা নিয়ে যেতে চাও যতদূর,
ততোদিন আমি রব তোমারই হয়ে
যতদিন রবে তুমি আমারই হয়ে।
প্রিয়তমা, প্রিয়তমা ও আমার প্রিয়তমা
যেও না কখনো ভুলে আমায়,
দিও না অধরা স্বপ্ন গুলো ভেঙে আমার
ভালোবাসি বলেছি তোমায় কত শতবার।
শুনতে কি পাও তুমি হৃদয়ের কথা
আমি ভালোবাসি তোমায় সারাদিন-সারাবেলা,
এখানে ওখানে যখন যেখানে, অফিস কিংবা বাসায়
কি বা কাজ আছে আমার তোমাকে ভালোবাসা ছাড়া।
হীম হীম শীতের কুঁয়াশা ভেজা সকালে,
গ্রীষ্মের ভর দুপুরের রৌদ্দুরে দাঁড়িয়ে,
একুশের প্রভাত ফেরীতে, ১৬ ডিসেম্বরের বিজয় র‌্যালীতে
১৪ ফেব্রুয়ারীর ভেলেন্টাইন-ডে তে,
যানজটে নাকাল ট্রাফিক সিগন্যালে পরে,
ইট-পাথরের খাঁচায় বন্দি থেকে,
কিংবা নৌকার মিছিলের মাঝখানে দাঁড়িয়ে,
আনন্দ-উল্লাাসে, সুখে-দুঃখে
হাসি-কান্নায় এমন কি বিষন্ন মুখে,
মৃত্যুর খুব কাছাকাছি গিয়ে,
রোদ-বৃষ্টি কিংবা ঘুর্ণিঝড় “সিত্রাং”এ ও
আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি শুধুই তোমাকে
প্রকাশ্যে অথবা খুব গোপনে।