তুমি আর আমি একই মরুর দুটো দন্ডায়মান পাহাড়ের মত
কখনো করি মিতালী কখনোবা চলি সমান্তরাল,
তবু হৃদয়ের বন্ধনের টান সত্যিই অনুভূত হয়
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অবয়ব স্বপ্নবিহীন জীবনের মত।
তুমি আর আমি যেন দুটো জলন্ত প্রদীপ
একই জন্ত্রণায় পুড়ছি দু’জন অভিন্ন আলো ছড়িয়ে,
তবু ভালোবাসা থাকে হৃদয় আলোকিত হয়ে
নির্জীব, উচ্ছসিত, কখনো বা দুজনার হৃদয়ের বন্ধ দোয়ারে।
তুমি আর আমি যেন অভিন্ন দুটো অনুভূতি
একই হৃদয়ের ভালোলাগা আসে দুটো ভিন্ন শরীর ছুঁয়ে,
তবু ভালোবাসা অহর্নিশি রাগ কিংবা অভিমানে কান্না হয়ে ঝরে
কখনোবা পাওয়ার আশায় বুক বাঁধে, নিঃশব্দ হাসির ঝলকানিতে।
তুমি আর আমি একটি সম্পর্কের বলয় তিন সত্তাকে ঘিরে
জড়িয়ে থাকি পরস্পরকে শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসার শক্তির জোরে,
ভালোবাসবো তোমায় শর্তহীন আত্মসমর্পণ যোদ্ধার মত
আমৃত্যু ভালোবেসে যাব যদি তোমার হৃদয় আমার জন্য থাকে জাগ্রত।