খরস্রোতা নদীও হয়তো একদিন সময়ের সাথে শুকিয়ে যায়
আইফেল টাওয়ার, ষ্ট্যাচু অব লিবার্টি কিংবা তাজমহল ও দাঁড়িয়ে থাকে ঠাই,
রক্তের উদ্দ্যমতা ও একদিন কমে আসে অনন্ত যৌবনা প্রেম তবু রয়ে যায়
মস্তিষ্কের ভাবনায়, ক্ষয়িষ্ণু চেতনায় এবং হৃদয়ের গভীরতায়।
এই সুন্দর পৃথিবীর কতকিছুই তো হয়নি দেখা এখনো
দেখা হয়নি চক্ষু মেলিয়া বিভিন্ন মানুষের ভালোবাসার বিচিত্র রং
ধরনীর অবিনশ্বর প্রেম ভালোবাসা কি পরের জনমে সাথে যায়?
নাকি পৃথিবীর প্রেম, দেহের সাথে সাথে মাটিতেই মিশে যায়!
যখন একা থাকি তখন কত কিছুই না স্মৃতির পাতায় ভেসে বেড়ায়
একদিন তুমি আমিসহ সবাই চলে যাব সময় ফুরালে,
ভালোবাসার কথোপকথন তখনও আলো ছড়াবে এই ধরণীতলে
তোমাকে পাওয়ার ভাবনা আমার আঁকাশে ধ্রুবতাঁরা হয়ে জ্বলে।