একটি দরজা খুলে যদি যেত ফেরত,
নতুন করেই শুরু করা যেত আবার
হারানো সকল পাওয়ার দাবিতে।
মিছিলে মিছিল ভরে যেত রোডঘাট
কোটি জনতার কণ্ঠস্বরের
অতীতের সব চোখে করার হাজির।


হরতাল হত বিক্ষুব্ধরা ঘেরা
অতীতের রেলি মিছিলের দাবি
পুরানো মানুষ স্বজন প্রেমিকে ফেরা।
বৃদ্ধ থেকেই জোয়ান হতে সুযোগ
আরেক বারের জন্য সুযোগ
মিছিলের দাবি আরেক জনম চলা।


অতীতের দিন গুলি হত ফেরানোর ,
নতুন করে হত পথ দাঁড়ানোর।
শেষ থেকে শুরু খোলা হত ভাবিতে।
যা কিছু হারাই গিয়েছে পাতায় থেকে
সবকিছু যেন কাছের মাঝকে! রেখে।
নিজেকে একটু শুধরিয়ে কেউ নিত।।


সবুজ বৃক্ষ তরু লতা বীজ গজাত
নতুন একটি ভোর হত নবজাত।
আমাদের ধরা আমার ফিরে পেতাম।।


###দুইভাবে
দুটোই উপরে মাত্রাবৃত্ত
নিচের  স্বরবৃত্ত



আবার যদি একটি দরজা খুলে ফিরে
  আবার শুরু করা যেতে পারে
 সব হারানো শক্তির দাবি করা।
  রোড মিছিলে ভরা থাকার উত্থান দাবি
  কোটি কোটি মানুষের সুর স্বরে
  সব অতীতকে চোখে হাজির করা।


  বিক্ষুব্ধ লোক জন ধর্মঘট হয়েছিল
  অতীতের চোখ সমাবেশ আর দাবি
 বুড়ো মানুষ তার প্রেমিকার জন্য।
বয়স থেকে তরুণ হওয়ার একবার সুযোগ
 মিছিল একটি দাবি নিয়ে ভাবি।।


  গত দিনগুলি ফিরে আসার বিরাট সুযোগ
  দাঁড়ানোর নব পা গোড়ালির খুঁটি,
শেষে থেকে শেষ পর্যন্ত, শুরু,
পৃষ্ঠা থেকে সকলকিছু হারিয়ে যাওয়া
  সব মাঝখানে! ত্যাগ করা দরজা,
  কেউ নিজেকে উন্নত করবে পুরো।


  সবুজ গাছের ঘাসে সতেজ চারা জন্মে
  একটি ভোরে নবজাতক হয়ে
  আমরা আমার বসুধারা ফিরতাম।