মুখের আড়ালে মুখ চোখের আড়ালে চোখ
মাঠের বিরুদ্ধে মাঠ লোকের বিরুদ্ধে লোক,
দেশটা হয়েছে এক দ্বন্দ্বময় যুদ্ধ ক্ষেত্র
সমাজ হয়েছে ভাগ দলে দলে ঝিঁঝিঁ পোক।


অস্থিতিশীল ঘোলাটে দাংগার বিরুদ্ধে দাংগা
লাঠির বিরুদ্ধে লাঠি চলেছে আর যখন
শান্তির ভোটেও আসে অশান্তির অগ্নিগিরি
মানুষ যখন আছে মিশে আতঙ্ক জীবন।


বৃক্ষ ঝড়ের কবলে থরথর করে কাঁপা
উত্তপ্ত মাটির কাছে নিষ্ঠুর ঝড় দিয়েও,
অতঃপর ভোরবেলা সুর্যের আলো ছড়ায়
মানুষের ঘরে নেই এতটা কিছু নিয়েও।


ধর্মের বিরুদ্ধে ধর্ম যুক্তির বিরুদ্ধে যুক্তি
দেশের মধ্যে হয়েছে যথা এক যুদ্ধক্ষেত্র,
ভুখছে মানুষ গুলো সাধারণ জনগণ
আমাদের শান্তি চাই সাধারণ যততত্র।


উচ্চপদস্থ কর্মীর সামান্য জ্বরে ছড়ায়
দেশের সকল প্রান্তে সংবাদে মাইকিং হয়
শ্রমজীবী মানুষের সাধারণ মানুষের
অনাহারী আহাজারি জানাজানি নাই হয়।


লোকের বিরুদ্ধে লোক মুখের বিরুদ্ধে মুখ
কিভাবে এগিয়ে যাবে প্রতিদ্বন্দ্বিতার ঢেউ;
এই ঢেউয়ের স্রোতে ভেসে যাচ্ছে নিরীহ রা
সাঁতার না জানা কেউ তলাচ্ছে দেখেনা কেউ।