বাবা হলো বটবৃক্ষের
মরুভূমির ঠাঁই,
তপ্ত রোদে আগলে রাখে
ছায়া হয়ে তাই।

জীবন জুড়ে পরিবারে
জীবন যুদ্ধে রয়,
তাকে আমরা বাবা বলি
অন্য মানুষ নয়।

সন্তান সুখের চিন্তা করে
জোগান অর্থ খুব,
অনাহারে অর্থ জমান
থাকেন মনে চুপ।

বৃদ্ধ হলে সন্তান তারে
নেয় না খবর আর,
মরলে সম্পদ লুটে খাবে
চেয়ে থাকে তার।

তসবিহ খতম পড়ার পরে
মরল বাবা বেশ,
ডাক্তার আনার টাকা নাই যে
মিলাদে লাখ শেষ।