আমার হলাম বাঙালির জাত স্বভাবের চড়া ঢেউ,
অন্যের ভালো এই সমাজের দেখতে পারেনা কেউ।
একশোটা গোনে দুই এক জন পেতেও পারেন ভিন্ন,
এত একজোট দেখে নিশ্চয় খুঁজবেন সেই চিহ্ন।
বাঙালির জাত বড়ই বেতাল সুবিধার বায়ে চলে,
সরল যায়গা পাইলেই খুঁজে চাপিয়ে ফেলবে তলে।
অনেকে আছেন মানুষ সেজেছে দেখা যায় কাজে কাজে,
দরকারি কাজে গেলে বুঝবেন লোকটি কতটা বাজে।
বাঙালির জাত এমন ও আছে থাকতে রাখেনা খোঁজ,
মরে গেলে তার করে আফসোস প্রশংসা করে রোজ।
বেঁচে থাকবার কালেই বেচারা পায়নি খেতেই ভাত,
মরবার পরে লক্ষ টাকাতে চল্লিশার মিলাদ।
এমন অনেক স্বভাব রয়েছে মানুষের বুকে মুখে,
পর ধাক্কায় উপরে উঠতে থাকতে বড়ই সুখে।
সমাজের বুকে খোঁজলেই পাবে কত অসভ্য রুপ,
এই জাতি আর ভালো হবে কবে কমবেই বিদ্রুপ ।