বলেছি জানো মা তুমি- এই গ্রাম রঙ্গ হবে!
মা বলে উঠলো আমি- থাকব সেকাল?
কি বলো তুমি এতার- অপ্রসন্ন বাক্য!
এমন করে বলেছে! -জ্ঞান নাজেহাল।
বুঝেছি মা মনে খুব-অযথা ভাবছে!
পাত্তা দিলাম না তার-এই ক্লেশ বাক্য
সরল সহজ তিনি কঠিন হায়ন!
বুঝেনা ইন্টারনেট কহি পরিপক্ব।।


সেদিনের বাক্যটির সত্যতা মিলেছে
আজ গ্রাম রঙ্গ তুড়ে নতুন বছর,
বর্ষ পঞ্জি নব ছুঁয়ে কই তিনি আজ
ঠিক আজ কই তিনি তুচ্ছ বাক্যন্তর।
আমি কিছু হারাইনি চোখের উপর
এমন জ্যান্ত ছবির কি স্মৃতি হয় কি,
বাস্তব দৃশ্যের পৃষ্ঠ দেখি ব্যবধান
সেই স্থান ছায়া কাটে অদৃশ্য রেখাটি।।


মোঃ  মুস  ইসলাম শুভ , ব্যবস্থাপনা বিভাগ
চরফ্যাশন সরকারি কলেজ ।
/পদ্য ছন্দ/