যার যে আছে ব্যাক্ত অতীত
হয়কি কভু সঙ্গ সতীত ।
কয়লা পড়ো আঙ্গরার মতো
আছে  যতো ছেড়রা ক্ষতো।
নতুন দোরে ফুটছে কি ফুল
বলছে শুধু মনের মাশুল ।
অবহেলার দাঁড় বসিয়ে
সবই খেলা প্রাণ কষিয়ে ।
মুল্য কি আর কেউকে বুঝে
হাজার মাঝে হাজার খুঁজে ।


মিষ্ট কথায় সকল রাজি
মনন তাহা বড়ো কাজী
সবাই ঠকে নিজের রোগে
মস্ত গড়ল যে আল্লাজি।
যাহার তরে সবি খেলনায়
বাতাস বেগে ছুটে হেল নায়।


বিশ্লেষন,


যার যে আছে/ ব্যাক্ত অতীত/
হয়কি কভু /সঙ্গ সতীত ।
কয়লা পড়ো/ আঙ্গরার মতো /
আছে  যতো /ছেড়রা ক্ষতো।
নতুন দোরে /ফুটছে কি ফুল/
বলছে শুধু /মনের মাশুল /।
অবহেলার/ দাঁড় বসিয়ে/
সবই খেলা/ প্রাণ কষিয়ে ।


মুল্য কি আর /কেউকে বুঝে /
হাজার মাঝে/ হাজার খুঁজে /।


মিষ্ট কথায় /সকল রাজি /
মনন তাহা/ বড়ো কাজী
সবাই ঠকে /নিজের রোগে /
মস্ত গড়ল/ যে আল্লাজি/।
যাহার তরে /সবি খেলনায়/
বাতাস বেগে /ছুটে হেল নায়।


ইহা একটি নিদিষ্ট ছন্দ, স্বরবৃত্ত
- মুহাম্মদ  শুভু



- মুহাম্মদ  শুভু