কতোদিন যে হইল শুনিনা সে কন্ঠ!
অনেক দিনই হলো স্নেহৃ নাই গৃহে....
ডাকেনা আমাকে কেউ মমতায় জুড়ে
কতোদিনই হইল একাকি নিবৃত্তে।


শুনিনা তোমার কন্ঠ প্রিয় ওমা তুমি ।
তুমি নেই বলে এই সংসার থামেনি
কারো চোখে জল নেই - নেই খালি স্নেহৃ।
স্নেহৃর অভাব বুঝি আরো কারো নেই।


আমি অনুভব করি তার স্নেহৃ যার
মনে হয় শুণ্য টুকু পুণ্য নাই আর।
সকলের স্নেহৃ পূর্ণে কে অপূর্ণতার?
অনেক দিনই তোকে দেখিনি যে মা


খাবার বেলা আমাকে ঠিক মতো ডাকা
থেমেছিল প্রশান্তির  পেটের দুয়ারে।
কেউ  মনে করে নাই একটু তোমাকে
আমিতো তোমার স্নেহৃ শেষ করি নাই,
কতোদিন সেই তুমি রাখোনি যে খোঁজ ।
বলেনি  বাবা তোরই মুখ শুকিয়েছে।


-- মুসা ইসলাম শুভ