প্রকৃতির দেখি আজ নেই রঙ কিছু
কোথায় হারাল বুঝি খুঁজি পিছু পিছু।
সকাল হলোনা কভু ধুসর কুয়াশা,
বিকলে হলোনা তারে আমেজ সরসা ।


দিন ছিঁড়া রাত্রি টাও থমকে দাঁড়িয়ে
চাঁদ হীন জোছনারা নিরবধি দিয়ে,


কে জানি চুরি করে ঐ নিয়ে গেছে গায়
খুঁজিতে খুঁজিতে আজ দিন চলে যায় ।
সবুজ বনের কাছে গিয়েছি খুঁজতে
দেরি হলো তার দেখি হালত বুঝতে।


মনে হয় লোক মুখে নিরবধি আছে
কথা যেন কয় নাহে সব মিছে মিছে।
কুকিলে কেনো ডাকেনা বসন্ত অদ্যয়
ঝিঁঝিঁপোকা কই তোরা আছিস ছদ্ময়


প্রজাপতি রঙ পাখা মুছে গেছে রঙ
ঝোপঝাড় লুকানোতে বসে আছে বরং
সারা বিকেল দেখেছি আকাশের নীল
সব কিছু ঠিক আছে ওখানেতে মিল।
প্রকৃতির সব রঙ দিয়ে দিছে গায়
রঙ নাই কিছু তেই ঘুঘুর ও পায়।
বনের হলুদ পাখি বলল আমায়
এক রূপসী কন্যায় এসেছে হেথায় ।