ফেলা পুঞ্জিতে কত দিন ছিড়ে যায়,
চাইতে না চাই চোখের আছড়ে,
বট বৃক্ষের মত কেযে দেখে হায়!
ক্যালেন্ডার টি তাকাও সচরে।


পথিক থামিছে পথেরি কাঁটায়
থামেনি ঘড়ির টিকটিক পা টে,
কে যে গেলে এলে জগৎ কোটায়।
একবার ঘড়ি তাকি দেখে হাঁটে?


ভুলে যায় সব,কোলে ব্যথা নিয়ে হাঁটে,
নিষ্ঠুর এর পাশানের মত বুক,
বুকের অদেখা পাঁজর লুকিয়ে গাটে।
একাকার করে পূর্ব পুরুষ মুখ।
চেতনা স্বগত জানাই সকলে,
সাধুবাদ সাধু মারহাবা হাবা করি,
এই পৃথিবীর আঙিনার তলে।
মোদের কেবলি পুরাতন করে ভরি।


আগামী দিনের প্রভাতে সচ্ছে,
আগামীর দিন করি সম্ভাষণের,
দুয়ারের ডাকে হই পথ হচ্ছে।
ভুলে সব চলি নতুন গ্রহণের।
ফেলে আসা পাতা হয়তোবা সুখের,
নয়তো একটি দিনতা বিষাদের।