জগত করেছে সাধ্য সহজ
চিত্তে জমেছে
অনেক ব্যাধি,
আলোক সচ্ছ চারদিক ময়
গুণগান তার
চিত্ততে অবধি।


এতো কাছে যেন তবু কিছু নেই
সমুদয় লাগে মন্দা,
বহুদূর থেকে যা এনেছি কুঁড়ে
এখন সহজ পন্থা।


সবকিছু দেখি
সাবলীল ময়
করেছে পন্থা দাড়িয়ে,
দিলো কত তার
মুঠোয় ভরিয়ে
সবকুলে দিলো ছড়িয়ে।


মুক্তি দিয়েছে সব মানুষকে চিত্ত করেছে হরণ,
মানুষের কাছে যে মতের মিল সর্বকিছুতে ক্ষরণ।
পৃথিবীটা এগু যাচ্ছে গতিতে যন্ত্রের চেয়ে খুব,
মানুষতো নয় যন্ত্র গতিতে সমান্তরালে খুব।
মানুষ রয়েছে স্থির কুলের জ্ঞান চলেছে..চটপটে,
এপিঠে ওপিঠে সহজ অর্থে মিলেছে সন্নিকটে।