বিষ নামে কথা,এই বিশ নয় মিলেছে যুগের বাজার,
নতুন প্রহরে জাগল সুধারে সালটাত দুই হাজার।
দেখেছি এসেছে কুড়ি কুড়ি সাল কুঁড়ি কুঁড়ি কুর্নিশ,
উনিশ বিশের কমে বেশি ছিড়ে মঙ্গলে পাড়ি দিছ।
মানুষের ঘরে নব প্রান্তরে হয়ে যানা নবপ্রাণ;
সাফল্য কুঁড়া আন প্রতাপে যৌবনে যোয়ান।


যুগ কল্যাণ কেড়ে তুই আন সব ভাগ্যর চাকা,
বিশ্ব বাসির অভাব মোচন পূর্ণ করবি ফাঁকা।
আগামী দিনের নব শিশুদের সচ্ছল কর ধরা,
জরাজীর্ণর ফ্যাসাদ নামিয়ে হাসিতে সকল ভরা।
পৃথিবীর যত কালো আছড়ের মুছে দিছ সব তুই,
মানুষে মানুষে একটি রেখায় থাকে যদি দাঁড়া ওই।
মঙ্গল হোক সব মানুষের জুলুম যাকরে বিদায়,
শান্তি কোমলে পৃথিবীর তুরা বিরাজ করিবে হৃদয়।