কানায় কানায় যশে ভরেছে লগন,
প্রকৃতির লীলাভূমি এই চরফ্যাশন।
পাখিদের সুর নদী সুদূরপ্রসারী,
গাছে গাছে ফুল গুলি দেখেছে পুজোরি ।
আচমকা টাওয়ার উঠিয়েছে শির,
অত্যুক্তির প্রকৃতির-নজর বন্দির।।


এই মাতৃভূমি আহা কত ভাল লাগে,
নির্মল ছোঁয়ার বায় দেহকণা জাগে।
আমার দেশের কথা তোমার কি? জানো,
প্রকৃতির পর্দারতে শুধার মেশানো।


শিশু পার্ক চম্‌কাচ্ছে ফ্যাশন স্কয়ার,
আধুনিক কি বলিবে লেগেছে ফেয়ার।
উঠে গেছে এক তার সে খামার বাড়ি,
অপরূপ দৃশ্য তার করে ছড়াছড়ি।
সেই মোর মাতৃভূমি চাই ফিরে ফিরে
অনাবিল শান্তিপ্রিয় মানুষের ভীরে।


মিশতে পারি প্রকৃতি মিশে যাই বন
পথভোলা লোকজন ফিরে পায় মন
সমুদ্র যেথায় করে নদীর বন্ধন
ফসলে কৃষকের সে এক রণাঙ্গন।


ফসলেই ভরপুর চড়া মাঠ গায়,
সবুজ অরণ্য তার দোলাচল খায়।
মাঠভরা আখ ধান গোলা ভরা কাঁড়ি,
উঁচু নিচু কাঁচা পাকা গ্রাম্য ঘর বাড়ি,
কোথায় যাইলে খুব শহুরের হল,
কোথায় প্রকৃতিরাও করে খলখল।


ম্যানোগ্রভ বনগাছে প্রকৃতির রূপ,
নদীর কিনারে আহা উজ্জ্বলে সরূপ।
কুকুরি মুকরি খুব উম্মাদ জাগায়...।
সাড়ি ডিঙি ভেসে নদে ভাটির শাখায়।
সুন্দর মুখের ভাষা মার্জিত ভাষায়
প্রাণখুলে মনভরে মধুতে হাসায়।
কতো মধুময় যেন প্রাণ খোলা হাসি
চিরতরে আমরাই তার মাঝে ভাসি।


অচিন দেশের গন দেখতে জমায়,
মানুষের শ্রোত বাঁধের কেউকি থামায়।
প্রকৃতির রূপচিত্র এই আবাসনে
নির্মল বায়ু দেহ শান্তি দেয় প্রাণে।
সুন্দর তো সকলই এই কথা জানে...।।
এই মাতৃভূমি অর্থে নাহি পারে কিনে...।


অক্ষর বৃত্ত ছন্দ// ৮✝৬//