এক ফোঁটা শিশিরের পড়ে আছে জল
অল্প কিছু দুর্বা ঘাসে ভিজিয়ে তাহার ,
মাটি বলে ভেজে দাও আমার শরির
শিশির বলেছে নহে সাধ্য নাই তার।


কেনো তুমি মোর থেকে ভেদ্রশ্বর হও
মানি আমি সেই কথা তবু তাও নও,
ঘাসের ডগায় আমি অমনি ভেজাই!
তুমি মহাবড় আমি কম পুঁজি তও।


তোমার ছোঁয়া প্রাশন্তি উষ্ণতা মিশায়
যাই বলো তুমি কতো ভিজেছ বর্ষার,
স্বাদ কেনো মেটে নাই দেহের পিপাসে
গগনে গরজে মেঘ ভিজেছে তর্সাতে।।


যতোটুকু ভিজি আমি ততটুকু ত্যাজে
কোনটাই নাহি নয় শান্তির সুরুজে,
তোমার ছোঁয়া আমার লাগে খুব বেশ!
যদি সাধ্য নাহি এই পিপাসে আরজ।


ঠিক বল তুমি ভাই শিশিরের কণা
অতিব কিছুই খুব বীর্য স্বাদ নয়,
আমার উষ্ণতা পায় দুলফা নিবিড়
জেগে উঠবে তোমাতে ভেদিয়ে অদ্যয়।


আমি যেন একফোঁটা শিশিরের কণা
তরুলতা ডগাভারে করেছি শীতল,
তাদের দেহের রক্ষা জীবন সঞ্জয়!
কৌশল অদৃশ্য সুক্ষ সুন্দর অতল।


জলরাশি খন্ড দৃশ্যে শিশিরের কণা
টুপটাপ টুপটাপ সৌন্দর্যের বন্যা
ঘাসের সবুজ পাতা খুব ভাসে ভাল,
আমি যেন প্রেমো ভোর শিশিরের কন্যা।