মেঘনা নদীর এই বাতাসে মন আমার হারিয়েছি,
 নদীর মাঝে ঢেউয়ের খেলা দেখে প্রাণ জুড়িয়েছি।


  জেলেরা নেয় বারবার কাছে টানতে টানতে।
  ঢেউগুলি ওই উত্তেজনার খেলতে খেলতে
  ঢেউ তরঙ্গে মানটা আমার হারিয়ে নেয় সীমায়।


  চাষার ক্ষেত্রে সবুজ ক্ষেত্রে মাঠের মেঝে মেঝে,
  মন আমাকে এই নিবিড়ে হারায় ভেজে ভেজে।
  প্রতিদিন ওই সবুজ হাসি ফেটে পড়ে কানায়
  ফুল পাখিদের মুগ্ধতায় ওই আমি মুগ্ধ জানায়।


  প্রকৃতির এই গানটি বার বার সুর গেয়েছে মন
ভালবেসে মন পেয়েছি আমি সারাক্ষণ
হাজার ফুলের হাজার কুড়ি দেখি আমায় জানায়।