স্রষ্টার সৃষ্টি অতুল নমনীয় তায়,
ভরে গেছে জল কুল অভিধেয়।
চিনেছে তাহার সৃষ্টি শ্রেষ্ঠ গুন তার
শ্রেষ্ঠ মানুষ যেবায় বুঝেছে বিচার।
উত্তম সৃষ্টির ন্যায্য উত্তমের কাছে
অগাধ ঠাঁই পেয়েছে  সঙ্গীনির দাসে।
উত্তম সৃষ্টি সকল উত্তমের চিন্তা
চকচক হরিবল নয় রেশ জিন্দা।
গগন উত্তম নয়ে ছায়া পথ বিনা,
মাটি উত্তম নয় রাস্তা নাই হীনা
উত্তম আছে কোথায় সমমৃদ্ব খ্যাতে
নয় নয় তাই নয় সুশৃঙ্খল হাতে।
ঈশ্বরের সৃষ্টদয় মানুষ উত্তম
//অক্ষর বৃত্ত //