কতোটি গান লিখলে আমি তুই আমাকে বুঝবি
কতো ছন্দ নমুনা দিলে তুই আমাকে বুঝবি ।
আমি তোকেই কেন বুঝিনা কোন সাগরে মুক্ত
কোন দেশের তলো দেশেই বাস করিস পোক্ত।
আমি তোকেই কেন বুঝিনা তুই বুঝিস কিছু
আমি অযথা অথচ তোর কথা ভাবছি কিছু
নদীর বহ যখন গড়ে কুল ভাঙছে তীরে
আমি সেথায় ভাটার কালে ঝিনুক খুঁজি ভিরে।
কিসের নদী কই শামুক ঝিনুক মালা সব,
তোরই মাঝে না থাকিলেই লাগে যত্তসব।
বৃষ্টি আসে অদূরে থেকে তাড়িয়ে ক্ষেত ভেজে
ভাল লাগেনা তোরই ছাড়া শুণ্যর মেজাজে।
আমি তোমার মনের মাঝে বাস করিনি তাই
রাখছো দূরে অপর করে কোন হিসেবে নাই।
মধুর কথা তথায় আছে যাওগো চলে যাও
আমার কাছে মধুর কথা অল্পে নাহি পাও।
আমার কথা যে জন বুঝে দিয়েছি মন সুরে
ইচ্ছে করে তোরই সাথে তারি ইচ্ছে জুড়ে।
এই তোমাকে খুজব নাই আন্ধার মহলে
সেই আমার ক্ষমা দিও দূরের অনুকূলে।
জগতে নাই উপকরণ নাইরে উপমা
তথায় আছে বিশ্বাসীর প্রিয়ারই তমা।
আমাকে তুই বুঝবি নাই ভাবছি আমি যদি
বলব নারে কোন কথায় থাকব নিরবধি।
সবাই তোর মধুর কথা লাগায় মন সুর
আমি নায় বলছি নারে থাকব এবার দূর।
চাইনা আমি খেলা করুক সরল মনে কেহু
হাজার মনে ধোঁকা খাওয়া পথিক যদি সেহু।