হায়রে অবহেলা,
মুহাম্মদ মুসা , শুভ


অবহেলায় ভেঙেছে ,মাটিরে পুতুল
তুচ্ছ হয় খাটি সোনা মিথ্যর পুতুল ।
অবহেলিত কিছুতে মুল্য কি বা রয়
অবহেলায় মনন থাকে কি বা দ্বয়।


অবহেলে বাঁধ পাখি ছিড়ে যায় নীড়
অবহেলায় নদীর ভেঙেছে দু তীর।
সময়ের মুল্য যদি নাহি হয় তার,
অবহেলা বলে তারে তার সমাচার।


অবহেলায় ভেঙেছে কাচের আবাস
অবহেলায় হয়েছে সব পরিহাস ।


অবহেলার ঠাঁই না ভালোবেসে ঝর,
যতোটা পোক্ততা রুক্ষে জীবনের বর।
অবহেলায় মেঘলা হয়েছে চাঁদের
জোছনারা হাসে দূর মিটিমিটি খাদের।
অবহেলায় নেই তার আপনার তর
অবহেলা মন পাখি হারাল অদূর।


খুব দিছো অবহেলা মন দিছো ভরে
সেই টুকু যত্ন করে রাখি যত্নক্ষরে।
সেই টুকু যার যতো দেই বদ্ব প্রেম
গুরুত্ব চাহিদা টুকু মিছা হয় হেম।


অবহেলা শুধু তার অধিকার খন্ড
অবহেলা মানি কাছে টেনে দূরে ঠেলা
অবহেলা মানে তার গুরুত্বর হেলা।