ভালো বাসা এতো কষ্টের ছবি আঁকে
পূর্বে কখনো জানা হয় নাই,
ভালোবেসে এত সুন্দর কথা থাকে
পূর্বে কখনো জানা হয় নাই।


কতো রং দেখি তার চেয়ে বেশ রং
মনের ভেতরে চমকিত রং
কত সাজগোজ তার চেয়ে বেশ ঢং
চোখের কোটায় মাখে বরং।


কখনো হাসায় কখনো আবার কাঁদায়
কখনো হারায় শেষে ফিরে পায়,
কখনো আবার চির অজানার বাড়ায়
এটাকি তাইলে ভালবাসা বাসি হায়,


ভালবাসা মানে অবহেলা দিয়ে ঢাকায়,
ভালবাসা মানে সবচেয়ে বেশি ,
ভালবাসা মানে স্বপ্নের ঘুরি উড়ায়
নিজের ভেতরে এক বিশ্বাসি।


কতোটুক হেলা দিলে মন ভেঙে যায়
সেই প্রশ্নটা আজ করা যায়,
কতোটুকু ভার নিলে মন ঠাঁই পায়
সেই প্রশ্নটা আজ করা যায় ।


ভালবাসা কভু কখনো কেউকি হারায়
ইচ্ছে করেই কেউকে তাড়ায়,
তারাই কখনো প্রেমিক বলেই আহায়
স্বার্থ উর্ধৈ সময় নড়ায়।


ভালবাসা মানে দুজনে দুজন বুঝে
পৃথিবীর সব স্বার্থকে ছিড়ে
পৃথিবীর কাছে একটি পৃষ্ঠা খুঁজে
আমাদের সব জীবিত প্রেমের।


প্রেমিক প্রেমিকা ছাড়া আরো কিছু আছে
সেই গুলি কাছে নজর পড়েনা ,
বাবা ভাই বোন মা আত্মীয় এ ধাঁচে
অকুণ্ঠিত এ চির লেনাদেনা।


কিছু ভালবাসা আকাশের মত দূরে
নীলের মতই স্বপ্ন দেখেছি
কিছু ভালবাসা অবহেলা দিয়ে ছিড়ে
সৃষ্টি মতই ভোগ্য পেতেছি।
একদিন ছিড়ে গেলে বুঝি বার বার......