সবকিছু দেখি পুরাতন হয়ে আছে,
ঘড়ির তারিখ গেছে দেখ পাল্টিয়ে,
ভেতরে প্রাচ্য ধবল এখনো ধাঁচে।
পুরানো পুরানো আছি নুয়ে উপুড়িয়ে।


কাঠের তৈরির সেই চেয়ারটা ফেরই,
জানালার কাছে কাঁচটে আগেরি মত,
স্থির কোনটি দিন রাত ঘুর ঘুরেই।
জড়তার ন্যায় মানুষের দেখি ক্ষত।


বই গুলি সব নতুনের অধ্যায়,
হাসি মুখে শিশু পড়ে আর উল্টায়,
এটাই পাতার নতুনের যাত্রায়।
কেউ লাইনের পুরানো আছে পাতায়।


ক্যালেন্ডারটি দেয়ালে বদলে দিছে,
এই তারিখের পথ চলা দিন সরুর,
একটি বছর সীমানা  করেই নিছে।
আগত একটি স্বাগতে বছর শুরুর।


বিগত বছরে ফুটেছে ঝরেছে ফুল ,,
জগতে শোভাতে হাসিছে জগত ধরা,
হয়তো সুখের বার্তা ডেকেছে কুল।
নয়তো বিষাদ পাথরে করেছে হরা।