তোমার ইনবক্স টেক্স কয়েক বার দেখেছি
আঁকড়ে ধরা স্নেহৃটা নিশ্চুপ ভাঙচুর হলো।
ভাবছিলাম কি আর কখনো ভাবা হবেনা
কয়েক ঘন্টা বিরতি আবার ফের চিন্তিত।


এই বার ফেরা নাই স্মৃতি টুকু বড্ড হাড্ডি,
চলার পথে হঠাত্ মোচরে পরি বিস্মিতে।
দুটো স্থিতি যার খালি মনে করে দেয় আর।
আমি তাই ভুল করি নাকি ভুল বুঝা হলো।
নাকি সেকি সত্যি ভুল একটু করেই ছিল।


মাঝ পথে খুব ভাবি মিথ্যা বলে থাকে যদি
তারই ক্ষমাসুন্দর ঠুস ভেঙে গেছে হাত।
যদি বলি ইনবক্সটা ছাড়াও তুমি প্রথম ।


আর নাই বলি বাক্য অচিন থেকে কেঁদেছি।
নির্মলেন্দু গুন কবি বলেছে স্পষ্ট প্রিয়তে।
আমার জন্ম হয়েছে শুধুই তোমার জন্য।
পরে তুমিও জানবে আমি জন্মেছি এজন্য ।


অনেক ভুলেই গেছি স্মৃতি টুকু বড্ড কটা
আবার নিয়ে চলেছে তোমার চড়ন দেশে।
আর আমি হামাগুড়ি, দিয়ে চুপ হয়ে বসি।


অনেক দিন স্নেহৃটি আঁকড়ে থাকবে হাতে।
চোখের আড়াল হতে হারিয়ে যাবেই স্মৃত।
অতঃপর বহুবার আমি অবিশ্বাস হব খুব।
অতঃপর আমি যার অভিমানি হব একা।


প্রতি বার আমি যার রাগ নিয়ে ফিরে গেছি
রাগ ভাঙেলে দুয়ার ফেরাই হতো আমার
এই বার রাগ ছাড়া গেছি ফেরা হবে নাহ।


দূরে গিয়ে রাগ হব কাছ হবে বহু দূর।
চোখের আড়াল আর মনের আড়াল হয়
এই কথাটি আমার ভালো করেই চেনার।
তোর কিছু কথা দেয় ভীষণ যন্ত্রণে লব্ধ ।


রাগ নিয়ে যাই নাই রাগ ভাঙবেনা আর।
তুমি থাক তুমি যার ইচ্ছে মতো সাধ্যতার।
আমি তোমার কেহুই ছিলাম নাহ্ হয়তো ।
স্মৃতি টুকু  গেঁথে ছিল ইচ্ছা অন্ধ দুজনার।


আমি সাম্প্রতিক এটার ব্যবহার ইংরেজি শব্দ
ব্যবহার করছি, যেই গুলি সচরাচর, এখন পরিচিত
বাঙালির শব্দ, কথায় প্রবেশ করেছে।
যেমন ফেজবুক, ইনবক্স,
অক্ষর বৃত্ত, ছন্দ/,her ending