বাঁধনে বাধিয়া সই খুঁজে ফিরে রই
ভালবাসা নয় সেটি  আজো বলি কই।
দরজাটা বন্ধ ছিল খুলি কেন ফের?
এটাই সুযোগ ছিল ঐ সর্বশেষের।
হাজার চিত্তের ধারে রেখেছি অক্ষুণ্ণ,
এটাই আমার সত্য হৃদয়ের বর্ণ।


নিজকে বলব কভু শেষ সুযোগের
দিয়ে গেছি কড়ানাড়া এক পলকের।
আর হবেন ভাষার কথার চিত্তের।
আসা যাওয়া কারো শিখেছি নিজের।


প্রথম যেদিন আমি দেখেছি তোমায়
সমস্ত পৃথীবি টাই তুমি ছিলে মনে
কেন তুমি ভুল বুঝে গেছ যতো দূর
তুমি ছাড়া শুণ্য মন আমার বাগানে।


হয়তো আছিলা বলে আছিলাম মুক্ত
বনে বনে গেছি আমি ভুলিছি যতনে
মনে মনে গেঁথে আছি তুমি আছ সাথে
তুমি ছাড়া সব মিছে মনের ভুবনে।


তোমার ছোঁয়ার আমি পেয়েছি উতলা
তোমাকে ভুলিয়া তুমি হেঁটেছি, দূরের
আজ তাই সব কিছু ত্যাক্ত লাগে সই
মনে তে ছিলে তুমিই সন্ধির পুরের।