চাকরির দরেদামে আজ যেন লাগে কটা,
হরিবল হরিবল লুট করে লুটপাট,
কষাকষি আমতর্ষা মনে লেগেছে সংকট।
বাজারের সমুদয়ে দেখি বন্ধুর কপাট।


গরিবের দরজায় অদ্য ওষ্ঠাধর চলে
পূর্বের জমিদারির আছে ইংরেজি শাসন,
আজ যেন একধাপ লোক কানাকানি করে
পুঁথিলয়ে লেখা আছে ভাগ্য বাজির কুপন।


চাকরির বেটা কয় তাহা আমি হাসলাম
বেকারের ক্রয়মূল্যে কোণঠাসা নেই কাম,
আমাদের স্বাধীনতার কিছু হলে বদনাম,
বুকেতে বিশ্বাস যোগ্য দেশ শহীদের দাম।


বাজারের দরজায় আজ পাড়া দিব কই
পড়াশুনার মেধা টুকু পুড়ে যেন সব ছাই,
খিলখিল করে হাসে আহা সকল পুস্তক
বুক ফেটে বলে বই আমি সমুন্নত ভাই।


তাহার চেয়ে উত্তম তবু আধিপত্য আছি
আমি সচ্ছ জ্যোতি আলো যার নয় নোংরা এও
করি আমি নতুনের প্রতি মুহূর্তে শপথ
আমি উচ্চ নতোদর হই শীর্ষক দীপ্তেয়।


আমি পবিত্র বনীর শুদ্ধ জ্ঞান পদাবলী
আমি পুড়ি নাহি কভু মোরে পুড়ে করে ছাই
আমি আলোকিত হই সভ্য লোকের মাঝারে
আমি কভু মানুষের অমানুষের নাহি ঠাঁই।