কচি মায়ার প্রেমে আমার কারিলো অন্তর,
একা থাকার দিন ফুরালো হইলো মন্থর।
লাগছে যেনো মন খেয়ালো সবচে সুন্দর।
দিবানিশির কাটছে বেলা ভাবতে তাকে নিয়া
ইচ্ছে করে প্রাণ ফুরাল তার সামনে গিয়া।


বীণার বাঁশি সুধায় বাজে মন নিরন্তর।
আয়রে আয় বিষের বাঁশি বাজা সুরের তালে
কচি মায়ার মুখের পড়া টোল পাড়ার গালে।


যাহার তরে কাটছে যেন হৃদয় বন্দর।
নাচরে তোরা ঢঙ লাগিয়ে তাধিং তা দিন,
নাইরে মানা খুশির ডানা, বাজছেরে কলিন।


তাহার খুশি দেখে বেবাক ওই রূপ নগর
মাতোয়ারায় ফুল ফুটেছে রঙিলার টগর।
কচি মায়ার কচি মায়ায় কারিল অন্তর ।