কেমন করে থাকছে ওরা শীতের ঝরা রাত্রি,
অভাব দুখী পথ শিশুরা কোন পথেরি যাত্রী।
মোটা সুতার কোট জ্যাকেটে পেঁচিয়ে রাখো দেহ,
জেনে দেখছ কার হাতেরি তৈরি হইছে সেও।


যেই কোটটি জড়িয়ে আছ কারা করছে নকশিশ,
রং সুতাতে মেধা বিলিয়ে অল্প নিছে বকশিশ।
যাদের হাতে তৈরি শিল্প নিজ কপালে জুড়ছে,
যে জিনিসটি নিজের তৈরি কিনতে হাত পুড়ছে।


কত মেধার কতো দামের পাইছে হাতে সান্দ্র
নিজের হাতে তৈরি পোশাক কিনতে আসে তন্দ্র।
দেখছে কেহ বৃদ্ধ মারে হাত গুছিয়ে ফেড়ে,
জনমে শীত সবটে খালি তাহার ঘাড়ে ঘেরে।


মানুষ তুমি ফিরে দেখছ কোথায় আজি তারা,
দুই পয়সা জোটাতে যায় রথ বিক্রি পড়া।
পেটের লাগি অভাব বড় মেটাতে নাই সক্ষম,
এই শীতেরি পোশাক কেনা কতই নাকি অক্ষম।